Saturday, February 26, 2022
Tuesday, February 22, 2022
আজ বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পলন।
ঝলকাঠী দরবার শরীফের মাহফিল শুরু
Monday, February 21, 2022
বরিশালে স্কুল ছাত্ররা ঠিফিনের টাকা জমিয়ে শহীদ মিনার তৈরি করে শহীদ দিবস পালন।
Sunday, February 20, 2022
মার্চে বাংলাদেশে আসছে আর্জেন্টিনা দল!
গত বছর মার্চে প্রথম বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে অংশ নিয়েছিল পাঁচ দেশ- বাংলাদেশ, কেনিয়া, পোল্যান্ড, শ্রীলংকা ও নেপাল।
এবারের আসরের জন্য আর্জেন্টিনাসহ ১২টি দেশকে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন।
আগামী ৫ থেকে ১৮ মার্চ বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের তারিখ নির্ধারণ করা হয়েছে।
আমন্ত্রণে বেশ কয়েকটি দেশ সাড়া দিয়েছে বলে জানা গেছে।
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বলেছেন,‘আমরা নেপাল, শ্রীলংকা, ইরান, কোরিয়া, কেনিয়া, পোল্যান্ড, আর্জেন্টিনা, মালয়েশিয়া, ইংল্যান্ড, ইরাক, মিশর, জাপান, মালয়েশিয়া ও থাইল্যান্ডকে আমন্ত্রণ জানিয়েছি। বেশ কয়েকটি দেশ ইতিমধ্যে অংশগ্রহণের নিশ্চয়তা দিয়েছে। সাড়া না দেওয়া দেশের মধ্যে রয়েছে জাপান, মালয়েশিয়া, থাইল্যান্ড। করোনার কারণে জাপান ও থাইল্যান্ড আসবে না বলে জানিয়ে দিয়েছে। মালয়েশিয়া দল তাদের সরকারের অনুমতি পায়নি।’
জানা গেছে, বাংলাদেশে আসতে ইচ্ছুক আর্জেন্টিনা দল। তারা মৌখিকভাবে সম্মতি জানিয়েছে। তবে খরচ বহনে স্পন্সর ফাইনাল করতে পারেনি তারা এখনও। যে কারণে শতভাগ নিশ্চয়তা আসেনি দলটি থেকে।
গত আসরের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। ফাইনালে কেনিয়াকে হারিয়ে লাল-সবুজের প্রতিনিধিরা।
গুঁড়িয়ে এগিয়ে যান আরও।
বেতাগীতে মৎস্য আইন বিষয়ক প্রশিক্ষণ
বরিশালে এক কিশোরীকে ধর্ষণ করে মুক্তি পন দাবি করেন ধর্ষকরা।
বরগুনার বেতাগীতে বিষপানে স্কুল ছাত্রীর আত্মহত্যা!
শিক্ষার্থী।
গতকাল শনিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যার পরে বিষপান করে। পড়ার টেবিলের পাশে মুমূর্ষু অবস্থায় মা দেখতে পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলেকর্তব্যরত চিকিৎসক আবাসিক কর্মকর্তা রবীন্দ্রনাথ সরকার উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে (শেবাচিম) প্রেরণ করেণ। কিন্তু বরিশাল শেবাচিমে নেওয়া পথে মৃত্যু হয় মিমের। কোন কারণে বা অভিমানে মিমের মৃত্যু হয়েছে তা এখনও জানা যায়নি।
গতকাল শনিবার গভীর রাতেই তার মরদেহ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।
বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহআলম হাওলাদার জানান, এ বিষয় থানায় কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থ্যা নেওয়া হবে।
বানারীপাড়া নিঃসঙ্গতা কাটাতে ৬২ বছরের বৃদ্ধ বিয়ে করেছে ৫৪ বছরের বৃদ্ধাকে।
বরগুনায় দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিস্টা বার্ষিকী পলন।
Thursday, February 17, 2022
বেতাগীতে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে বোরো হাইব্রিড ধানের চারা রোপণ উদ্বোধন
রবি প্রণোদনা ২০২১-২২ অর্থবছরের বোরো হাইব্রিড ধানের সমলয় চাষাবাদের আওতায় রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে বরগুনার বেতাগীতে চারা রোপণের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি বরগুনা -২ আসনের সংসদ সদস্য, আলহাজ্ব শওকত হাচানুর রহমান রিমন-এমপি।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সুহৃদ সালেহীন এর সভাপতিত্বে উপজেলা কৃষি কর্মকর্তা ইকবাল হোসেনের পরিচালনায় বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের শশীভূষণ মাধ্যমিক বিদ্যালয় মাঠে চারা রোপণের শুভ উদ্বোধন করা হয়।
এ সময় বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান, পৌর মেয়র এবিএম গোলাম কবির, উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি বরগুনা, এএসএম জোবায়দুল আলম, অতিরিক্ত উপ-পরিচালক এস এম বদরুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম পিন্ট, অত্র ইউনিয়নের কৃষকসহ আরো অনেকে।
প্রধান অতিথি আলহাজ্ব শওকত হাচানুর রহমান রিমন এমপি বলেন, আমরা আধুনিক যুগে চলে এসেছি। বঙ্গবন্ধুর মাধ্যমে আমরা স্বাধীন দেশ পেয়েছি। তিনি বলেছেন, একটি উন্নয়নশীল রাষ্ট্রে পৃথিবীর বুকে আমরা মাথা উঁচু করে দাঁড়াবে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হব, আমরা অর্থে স্বয়ংসম্পূর্ণ হব, আমরা প্রত্যেকটা লোক ভালো থাকবো ,আমাদের বিদেশিদের সাহায্য নিতে হবে না। আমরা স্বয়ংসম্পূর্ণ একটি সোনার বাংলাদেশ গড়ব। কিন্তু বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছে, করার পর আমরা কিন্তু সুফল পায়নি। সেই সফল কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে।
Wednesday, February 16, 2022
২২ ফেব্রুয়ারি থেকে শ্রেণিকক্ষে পাঠদান শুরু: শিক্ষামন্ত্রী
২২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়ের পাঠদান শুরু হবে। তবে আপাতত খুলছে না প্রাথমিক ও ইবতেদায়ি প্রতিষ্ঠান। তবে কঠোরভাবে মানতে হবে করোনার স্বাস্থ্যবিধি। বলেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আজ (১৭ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, দ্বিতীয় ডোজ যারা নেবেন না তারা বাড়িতে থেকে অনলাইনে ক্লাস করবেন। বিশ্ববিদ্যালয়গুলো তাদের নিজস্ব ব্যবস্থাপনায় টিকার ব্যবস্থা করবে। সপ্তাহ দুয়েক পর প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস শুরু হতে পারে। তবে, ২২ তারিখে প্রাথমিক বিদ্যালয়গুলোতে সশরীরে ক্লাস শুরু হচ্ছে না।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আরও জানান, ১২ বছরের নিচে যারা আছে, তাদের জন্য টিকা প্রদানের ব্যবস্থা করা হচ্ছে।
উল্লেখ্য, করোনা মহামারির কারণে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান গত ২১ জানুয়ারি থেকে বন্ধ আছে। এই ছুটি চলবে ২১ ফেব্রুয়ারি ২০২২ তারিখ পর্যন্ত। এর আগে একই কারণে দেশের শিক্ষা প্রতিষ্ঠান ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১১ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ ছিল। এরপর ১২ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান খুললে সীমিত আকারে শ্রেণি শিক্ষা কার্যক্রম চালু হয়। এই সময়ের মধ্যে ২০২২ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষা বিষয় ও সময় কমিয়ে অনুষ্ঠিত হয়।
বরিশালে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন।
বরিশালে প্রানিসম্পদ মেলার প্রর্দশন করেন জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার।
Tuesday, February 15, 2022
পাথরঘাটায় বসত ঘরে অগ্নিকাণ্ড, লক্ষ টাকার ক্ষয়ক্ষতি
বরগুনার পাথরঘাটায় অগ্নিকাণ্ডে মনির গাজী (৪৫)নামে এক ব্যাক্তির বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার রাত ৯ টার দিকে পাথরঘাটার নাচনাপাড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মনির গাজীর বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনে বসতঘর পুড়ে সম্পূর্ণ ভস্মিভূত হয়ে যায়। ঘরে থাকা মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে করে প্রায় ৪ লক্ষাধিক টাকার সমমূল্য ক্ষতি হয়েছে বলে তিনি দাবী করেন।
এ ব্যাপারে স্থানীয় মানিক হাওলাদার জানান, মনির গাজী তার মামাতো বোনের বোনের স্বামীর মৃত্যুর খবর পাওয়ায় তাদের বাড়িতে থাকায় মনির গাজীর নিজের বসতঘর তালাবদ্ধ রেখে চলে যান। স্থানীয়রা আগুন দেখতে পেয়ে মনির গাজীকে জানালে তাৎক্ষণিক বাড়ির উদ্দেশ্যে চলে আসে পরবর্তীতে স্থানীয় লোকজন মিলে আগুন নেভানোর চেষ্টা করে। তিনি আরো বলেন বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের ঘটনা ঘটতে পারে।
এ ব্যাপারে পাথরঘাটা উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন কমান্ডার আবু জাফর বিডি২৪লাইভকে জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর ঘটনাস্থলে আমাদের ১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণ করেন। তাঁর আগেই তাঁদের ঘরের সব জিনিসপত্র পুড়ে যায়। ধরণা করা হচ্ছে বৈদ্যুতিক সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডে আনুমানিক কয়েক লক্ষাধিক টাকার মতো ক্ষয়ক্ষতি হয়।
বরগুনায় ৮ নারী মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান
বরগুনার ৮ জন নারী মুক্তিযোদ্ধাকে সম্মাননা স্মারক দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সম্মাননা দেওয়া হয়।
মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখার স্বীকৃতস্বরূপ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের মোট ৬৫৪ নারী মুক্তিযোদ্ধাকে মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয়ভাবে সম্মাননা দেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় বরগুনার ৮ নারী মুক্তিযোদ্ধাকেও সম্মাননা স্মারক দেওয়া হলো।
সম্মাননাপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা হলেন- তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের দিপ্তী রাণী পাল, পাথরঘাটা উপজেলার হোগলাপাশা গ্রামের হাসি রাণী অধিকারী, চরদুয়ানী গ্রামের লাইলী বেগম, বিরলা রাণী, পুষ্পরাণী মিস্ত্রী, সালেহা খাতুন, কাকচিড়ার রূপদোন গ্রামের তরুণ বালা ও বরগুনা সদর উপজেলার সেতারা বেগম।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে বরগুনার জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান জেলার নারী মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেন।
মহিলাবিষয়ক অধিদপ্তর বরগুনার উপ-পরিচালক মেহেরুন নাহার মুন্নীর সঞ্চালনায় জেলা প্রশাসক ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন- বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেহেদী হাসান, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রশিদ মিয়া, জেলা এনজিও ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব মৃধা, জাতীয় মহিলা সংস্থা বরগুনার চেয়ারম্যান হোসনেয়ারা চম্পা।
উল্লেখ্য, কেন্দ্রীয়ভাবে রাজধানী ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে সম্মাননা প্রদান অনুষ্ঠানটি একই সময়ে দেশের সব জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
দুমকিতে প্রেমিকের দরজায় ৯ দিন ধরে বসে আছে তরুণী
পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নে ১নং ওয়ার্ডের অনীল সরকারের ছোট ছেলে অসীম সরকার(২৬) দীর্ঘ চার বছরের প্রেমের সম্পর্ক গড়ে তুলেছিলেন এবং এই প্রেম থেকে অনৈতিক সম্পর্কে লিপ্ত হন। এক পর্যায়ে মেয়ে বিয়ের কথা বললেই সম্পর্কে ফাটল ধরে।
এই পর্যায়ে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছে ওই তরুণী। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার উত্তর মুরাদিয়া গ্রামের অনিল সরকারের ছোট ছেলে অসীম সরকারের (২৬) এর সাথে পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের কাকড়াবুনিয়া গ্রামের শ্রী সুবাস হালদারের কন্যা মুক্তা হালদারের চার বছর আগে থেকে প্রেমের সম্পর্ক চলছিল। এক পর্যায়ে তা অনৈতিক সম্পর্কে গড়ায়। প্রায় দু’বছর যাবৎ প্রেমিকা তরুণী বিয়ের জন্য চাপ সৃষ্টি করলে অসীম সরকার নানা টালবাহানার পর গা ঢাকা দিয়ে সকল যোগাযোগ বন্ধ করে দেয়।
অবশেষে নিরুপায় হয়ে প্রেমিকা মুক্তা রানী গত ৭ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যা থেকে বিয়ের দাবিতে প্রেমিক অসিম সরকারের উত্তর মুরাদিয়া গ্রামের বাড়িতে এসে অবস্থান নেয়। মুক্তা রানী বলেন, ‘আমি প্রেমিক অসিমের সাথে বিয়ে ছাড়া এ বাসা থেকে আর কোথাও যাবো না। যদি আমার যাওয়া লাগে তবে আমার লাশ যাবে। কোন প্রকার চাপে ফেলে আমাকে এ ঘর থেকে নামাতে পারবে না। তিনি আরো বলেন যে এ ব্যাপারে অসীমের পরিবারকে জানালে অসীমের বাবা আমার পরিবারকে বলেন অন্যত্র কোথাও বিয়ে দিলে সেখানে তিনি সহযোগিতা করবেন।
তাই আর কোনো উপায় না দেখে মান সন্মান বিসর্জন দিয়ে আমার ন্যায্য অধিকার ফিরে পাওয়ার জন্য অসীমের বাড়িতে অবস্থান নেই, তারা যাতে ভুল বুঝতে পেরে তাদের মেয়ের মত আমাকে গ্রহণ করে নেয়। মুক্তা হালদারের মা শেফালী রানী অভিযোগ করে জানান, অসিমের প্রভাবশালী পরিবার বিষয়টি আত্মগোপন রেখে মিমাংসার নামে মা ও মেয়ের ওপর নানা ভাবে চাপ সৃষ্টি করে আসছে। উল্লেখ্য ৪ মেয়ে ও ২ ছেলের মধ্যে মুক্তা হালদার ৫ম সন্তান।
সে এ বছর এইচ এস সি পরীক্ষায় লোহালিয়া বানিয়াকাঠি মহিলা কলেজ থেকে জিপিএ ৩.৭০ পেয়েছে। সোমবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় পর্যন্ত মুরাদিয়া ইউপি চেয়ারম্যান,লোহালিয়া ইউপি চেয়ারম্যান ও শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান,ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনীল সরকারের বাড়িতে এক বৈঠক বসে। মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান সিকদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, উভয় পরিবারের সম্মতিতে মিমাংসার উদ্যোগ নেয়া হয়েছে। তবে অভিযুক্ত ছেলে অনুপস্থিত।
তাই তার বাবা-মাকে ছেলেকে বাড়িতে আনার জন্য বলা হয়েছে। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য হানিফ হাওলাদার বলেন, বিষয়টি জানার পর অসীমের পরিবারের সঙ্গে কথা বলেছি। বিষয়টি নিষ্পত্তির আশ্বাস পেয়েছি এবং চেয়ারম্যান এ ব্যাপারে যথেষ্ট দৃষ্টি রাখছে। দুমকি থানার অফিসার ইনচার্জ আবদুস সালাম বলেন, ঘটনাটি শুনেছি। তবে এখনও কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বরগুনায় জব্দকৃত ২ কোটি টাকার পাইসা মাছের পোনা অবমুক্ত
বরগুনায় ২ কোটি ৫ হাজার ৪০০ পিস পাইসা মাছের পোনাসহ ১০ জেলেকে আটক করেছে কোস্টগার্ড। সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে বরগুনার বিষখালী নদীতে অভিযান চালিয়ে এসব পোনা জব্দ করা হয়।
কোস্টগার্ড সূত্রে জানা যায়, পাথরঘাটার পদ্মা এলাকায় মাছ ধরার ট্রলারে ১০ জন জেলে পাইসা মাছের পোনা ধরছে- এমন খবর পেয়ে বিকেলে ওই এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় ২ কোটি ৫ হাজার ৪০০ পিস পাইসা মাছের পোনাসহ ১০ জেলেকে আটক করা হয়।
এরপরে উপজেলা মৎস্য বিভাগের প্রতিনিধিদের উপস্থিতিতে জব্দ করা পোনাগুলো বিষখালী নদীতে অবমুক্ত করা হয়। পরে ভবিষ্যতে এমন কাজ আর করবে না বলে মুছলেকা নিয়ে আটক জেলেদের ছেড়ে দেওয়া হয়।
কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট হারুন-অর-রশীদ বলেন, পাথরঘাটার বিষখালী নদীর তীরবর্তী পদ্মা এলাকায় অভিযান চালিয়ে ২ কোটি ৫ হাজার ৪০০ পিস পাইসা মাছের পোনাসহ ১০ জেলেকে আটক করা হয়। পোনাগুলো পুনরায় নদীতে ছেড়ে দেওয়া হয়েছে। মৎস্য সম্পদ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।
বরিশালের নগর উন্নয়ন খসরা তৌরি করেছে গৃহয়ন ও গন পুর্তমন্ত্রলয়।
পাথরঘাটায় ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটলেন প্রথম স্ত্রী
বরগুনার পাথরঘাটায় স্বামীর গোপনাঙ্গ কেটে ফেলার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। সোমবার ভোর পৌনে পাঁচটার দিকে উপজেলার সদর ইউনিয়নের রুহিত গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত সেলিম মিয়া (৪৫) রুহিতা এলাকার ৫ নং ওয়ার্ডের হিঙ্গুর শরিফের ছেলে। পেশায় তিনি একজন মৎস্যজীবী। অভিযুক্ত মমতাজ বেগম সেলিম মিয়ার প্রথম স্ত্রী।
সেলিম মিয়ার দ্বিতীয় স্ত্রী পুতুল জানান, চার বছর আগে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই প্রথম স্ত্রীর সাথে দ্বন্দ্ব লেগেই থাকতো। এরপর আমি স্বামীকে ছেড়ে দু’বছর আগে বাবার বাড়ি মঠবাড়িয়া চলে যাই। সেখানে মাঝে মাঝে সেলিম মিয়া বেড়াতে আসতো।
সেলিম মিয়া জানান, দ্বিতীয় স্ত্রীর বাড়িতে ১০ দিন বেড়ানো শেষে রোববার সন্ধ্যায় বাড়িতে আসি। রাতে খাওয়া দাওয়া শেষ করে প্রথম স্ত্রী মমতাজের সাথে ঘুমিয়ে পরি। সকালে হঠাৎ ঘুমের মধ্যে টের পাই মমতাজ বঁটি দিয়ে আমার গোপনাঙ্গ কাটছে।
পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা যায়, সেলিম মিয়ার গোপনাঙ্গে ৯টি সেলাই লেগেছে। তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল বাশার জানান, বিষয়টি আমরা শুনে পুলিশ পাঠিয়েছি। এখন পর্যন্ত তাদের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দেয়া হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
বরগুনায় চুরির প্রস্তুতিকালে চোর চক্রের তিন জন আটক
দুর্ধর্ষ চুরির প্রস্তুতিকালে চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ ও স্থানীয় জনতা। আজ মঙ্গলবার দুপুরে তাদের আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।
আদালতের বিচারক মোঃ আরিফুর রহমান তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। ঘটনা ঘটেছে সোমবার গভীর রাতে আমতলী উপজেলার পুর্ব কেওয়াবুনিয়া গ্রামের জহির গাজীর বাড়ীতে।
বাড়ীর মালিক মোঃ জহির গাজী বলেন, সংঙ্গবদ্ধ চোর চক্র আমার ঘরে প্রবেশ করতে ব্লিডিংএর ছাদে উঠে কাটার দিয়ে দরজা কাটতেছিল। টের পেয়ে আমি মোবাইল ফোনে গ্রামবাসী এবং পুলিশে খবর দেই। পুলিশ ও গ্রামবাসী মিলে তিনজনকে আটক করে।
পরে তাদের ব্যবহৃত পিকআপ গাড়ী, কাটার, হ্যান্ডেল, প্লাস ও ক্রশিন তৈল জব্দ করা হয়। এ ঘটনায় আমতলী থানায় মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে পুলিশ তাদের আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। আদালতের বিচারক মোঃ আরিফুর রহমান তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
আমতলী থানার এসআই শুভ বাড়ৈ বলেন, চোর চক্রের ব্যবহৃত পিকআপ গাড়ী, একটি কাটার, প্লাস, দুইটি হ্যান্ডেল ও এক লিটার ক্রশিন তৈল জব্দ করা হয়েছে।
আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, তিন জনের বিরুদ্ধে চুরি মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
বানারীপাড়ায় মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ কারি হৃদয় হাওলাদার ২০ গ্রেফতার।
Sunday, February 13, 2022
বেতাগী-হোসনাবাদ ইউনিয়নে বাড়ীতে আগুন লেগে ঘর পুরে ছাই।
বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মুন্সি বাড়ি বিকাল সাড়ে চারটায় বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
রবিবার বিকাল ৪.৩০ ঘটিকার সময় মুন্সি বাড়ি আদম আলী মুন্সির (৭৫) বসতঘরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাটাখালি এসে পৌছায়। গ্রামীন সড়ক সরু হওয়ার কারনে ফায়ার সার্ভিসের গাড়ি ডুকতে পারেনি পরে স্থানীয়রা মিলে দীর্ঘ দের ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘরের মালিক আদম আলী মুন্সি বলেন, “আমার শেষ সম্ভল টকু হারিয়ে আমি এখন নিঃস্ব। বসবাস করার জন্য আর কিছুই রইলোনা। আমি দিন মজুরের কাজ করে খাই।আমার সব কিছু শেষ হয়ে গেল”
বেতাগী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল লতিফ মানবজমিনকে জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায় কিন্তু রাস্তা সরু হওয়ার কারনে গাড়ি নিয়ে যাওয়া সম্ভব হয়নি। আমরা একটি ভ্যান গারিতে মালামাল নিয়ে আমাদের সদস্যরা ও গ্রামবাসিরা মিলে আগুন নিয়ন্ত্রণে আনে”।
এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও আদম আলীর শেষ আশ্রয় স্থল নিমিষেই শেষ হয়ে যায়।
স্থানীয় বাসিন্দা আউয়াল বলেন,”দীর্ঘদিন যাবৎ ধরে এই রাস্তা বড় করার অনুরোধ করা হলেও কোন কাজ হচ্ছে না, আজ তারই খেসারত দিতে হলো”।
ধারণা করা হচ্ছে ঘরে থাকা সৌর বিদ্যুতের ব্যাটারি ব্লাস্ট হয়ে আগুন লাগে। তবে ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।
বরিশালে শ্রেষ্ঠ জয়িতাদের পুরস্কার বিতরন।
ভোলায় মেগনা নদী থেকে অবৈদ বাভে মটি কেটে নিচ্ছে ইটভাটায়
Tuesday, February 8, 2022
বিষখালী নদীতে ধরা পড়লো ‘সাকার মাউথ ক্যাটফিশ’
Monday, February 7, 2022
ফরিদগঞ্জে পূর্ব বিরোধে যুবককে কুপিয়ে জখম ॥ মামলা দায়ের ॥ আটক-২
বরিশালে ৫০ বছর পর মাথাগোজার ঠাই পেল মুক্তি যোদ্ধা আনোয়ার হোসেন।
Sunday, February 6, 2022
বরিশালে কৃষকদেলে বিভাগিয় প্রতিনিধি সভা সফলের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত।
৪ কোটি টাকা ব্যয়ে ৫ তলা বিত বিশিষ্ট মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভিত্তি প্রস্তর করেন এমপি শাহে আলম।
বাবুগঞ্জে চাচার বিরুদ্ধে সংবাদসম্মেলন বাতিজিকে হত্যার হুমকি।
বরগুনার তালতলীতে মুদি মনোহারী মালামাল নিয়ে একটি মালবাহী ট্রলার ডুবে গেছে।
Saturday, February 5, 2022
দিনাজপুরের বিরামপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
রুপতলীতে নয়বছরের শিশুর গলাকাটা লাশউদ্ধার।
বিচারপতি নামাজের জানাজা সম্পর্ন ও ধাফন সম্পর্ন।
বরগুনার বামনা রান্না ঘরের মেঝে খুঁড়ে দেড় কোটি টাকার ইয়াবা উদ্ধার
Thursday, February 3, 2022
বরিশাল মেডিকেল আর ৪ বহির বিভাগ চালু।
মিরাজ শেখ ৩৫ হত্যা মামলায় ইউপি সদস্য সহ ৯ আসামি গ্রফতার ঝালকাঠিতে।
বরিশালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বিভিন্ন সংগঠন নিন্দা ও এর সাথে জরিতোদের গ্রেফতারের আবেদন জানিয়েছে ন।
Tuesday, February 1, 2022
শুধুমাত্র দুবেলা ভাতের বিনিময়ে পড়াতে চাই’ – পেশা বেকার
শুধুমাত্র দুবেলা ভাতের বিনিময়ে পড়াতে চাই” পেশা বেকার। এমন বিজ্ঞাপন সম্ভবত একেবারেই নতুন। রুম ভাড়া হবে; সাবলেট ভাড়া হবে; এসি মেরামত করা হয় কিংবা নিখোঁজ সংবাদ এমন বিজ্ঞাপন আমাদের চোখের সামনে দেখা যায় হরহামেশায়। “শুধুমাত্র দুবেলা ভাতের বিনিময়ে পড়াতে চাই” এমন শিরোনামের একটি বিজ্ঞাপনের ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল। এমন বিজ্ঞাপনদাতার নাম মোহাম্মদ আলমগীর কবির।
বগুড়ার জহুরুলনগরের বাসিন্দা মো. আলমগীর কবির নামে এক যুবক এই আবেদন জানিয়েছেন। সেই বিজ্ঞাপনে রয়েছে তার ব্যবহৃত মোবাইল ফোনের নম্বর। বগুড়া শহরের জহুরুলনগরের আশেপাশের এলাকায় প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের গণিত ছাড়া সব বিষয় পড়ানোর জন্য বিজ্ঞাপন দিয়েছেন কবির। শহরের বিভিন্ন দেয়ালে, ইলেকট্রিক খুঁটিতে দেখা যাচ্ছে সাদা এ-ফোর সাইজের কাগজে কালো কালিতে প্রিন্ট করা বিজ্ঞাপনটি।
ফোনে দেয়া বিবিসি বাংলার সাথে কথা বলার সময় তিনি জানান, কবির বগুড়া সরকারি আজিজুল হক কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে অনার্স এবং মাস্টার্স পাস করেছেন। “মূলত খাবারের কষ্ট থেকেই বিজ্ঞাপন দিয়েছি”। এই মূহুর্তে আমার একটি টিউশনি আছে। সেখানে রাতে পড়াই। তারা আগে নাস্তা দিত। পরে আমি তাদের বলেছি নাস্তার বদলে ভাত খাওয়াতে। কিন্তু রাতে খাবারের সংস্থান হলেও সকাল আর দুপুরে খাবারের ব্যবস্থা ছিল না।
কবির আরও জানান, “আমি টিউশনি করে পাই দেড় হাজার টাকা, সেটা দিয়ে হাতখরচ, খাবার, চাকরির পরীক্ষা দিতে যাওয়া—সব কুলিয়ে উঠতে পারছিলাম না। সেজন্য আমি যেখানে থাকি তার আশোপাশে টিউশনি খুঁজছি যেখানে আমার অন্তত দুইবেলা খাবারের ব্যবস্থা হয়ে যায়,”
১৯৯০ সালের ২০ মে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বরাইল গ্রামে কবিরের জন্ম হয়। পল্লী চিকিৎসক মো. কফিল উদ্দিন ও আম্বিয়া বেগমের ৫ সন্তানের মধ্যে কবির কনিষ্ঠ। বড় সন্তান রুহুল আমিন শারীরক ও মানসিক প্রতিবন্ধী। কবিরের বড় ৩ বোন রুপালী, নূরজাহান ও সুরাইয়া। স্বামী সম্পর্ক ছেদ করার পরে নূরজাহান তার একমাত্র ছেলেকে নিয়ে বাবার বাড়িতে আশ্রয় নেন।
২০০৭ সালে জয়পুরহাটের শরাইল উচ্চ বিদ্যালয়ের কবির এসএসসি পাস করেন। সে সময়ের স্মৃতি থেকে কবির বলেন, বাবার আয়ে চলতো সংসার। আমাদের আর্থিক অবস্থা তেমন ভালো ছিল না। এসএসসি পরীক্ষা এসে গেল, পরীক্ষার ফরম পূরণের সামর্থ্য ছিল না। মা তার কানের দুল বিক্রি করে টাকা দিয়েছিল। স্কুলের ব্যাচের সবার মধ্যে আমার রেজাল্ট সবচেয়ে ভালো হলো। মানবিক বিভাগ থেকে জিপিএ ৪ পয়েন্ট ৫০ পেলাম।
এইচএসসি পরীক্ষাতেও ব্যাচের মধ্যে আমার রেজাল্ট সবচেয়ে ভালো হলো। ২০০৯ সালে শরাইল কলেজের মানবিক বিভাগ থেকে জিপিএ ৪ পয়েন্ট ৫০ নিয়ে পাস করলাম। তারপর আমার মনে হলো, আমার শহরে থেকে পড়া উচিত। আমি বাসা থেকে পালিয়ে বগুড়ায় চলে আসি। বগুড়ায় এসে এক বড় ভাইয়ের কাছে মেসে উঠলাম। তিনি বললেন, তুই দুএক মাস আমার এখানেই থাক। আমি তোকে ছাত্র-ছাত্রী জোগাড় করে দিচ্ছি, পড়াতে পারবি। তেমনই হলো। সরকারি আজিজুল হক কলেজে সমাজবিজ্ঞান বিষয়ে স্নাতকে (সম্মান) ভর্তি হলাম। প্রথম বছর মেসেই ছিলাম। পড়াতাম আর পড়তাম। শিক্ষকরা উৎসাহ দিলেন, পড়াশোনা করতে হবে। রেজাল্ট ভালো করতে হবে। মেসের পাশের বাড়ির মালিক সপরিবারে ঢাকায় থাকেন। বাড়িটা বন্ধ থাকে, মাঝে মাঝে তারা আসেন। আমি অনুরোধ করলাম, যেন আমাকে থাকতে দেওয়া হয়। ছাত্র-ছাত্রী পড়িয়ে যে টাকা পাই, তা দিয়ে মেসে থাকা কষ্ট হয়ে যাচ্ছে। মা হাঁপানীর রোগী, সেই সঙ্গে রয়েছে উচ্চ রক্তচাপ আছে। বাড়িতেও টাকা পাঠাতে হয়। এভাবে অনার্স শেষ হয়ে গেল। আউট অব ৪ এর মধ্যে আমার সিজিপিএ ছিল ৩ পয়েন্ট ৪৭। ওই কলেজেই মাস্টার্স করলাম। সিজিপিএ এলো ৩ পয়েন্ট ৪৪। এরপর এলো বেকারত্বের গ্লানি, এমন তথ্য কবির দ্য ডেইলি স্টারকে বলেন।
তিনি আরও জানান, আমার বাবা-মা একেবারে বৃদ্ধ হয়ে গেছেন। একটাই স্বপ্ন, আমার একটা চাকরি হবে। আমি তাদের পুরো দায়িত্ব নিতে পারবো। আমার মায়ের সমুদ্র দেখার ইচ্ছা। একদিন বাবা-মাকে সমুদ্র দেখাতে নিয়ে যাব।